কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনের কাজে নিয়োজিত ১৮ জন শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় জনতার সহায়তায় বনরক্ষী, পুলিশ, র্যাব, এপিবিএন সদস্যরা অংশ নেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা গত সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপন করতে গিয়ে অপহরণের শিকার হন। অপরদিকে গতকাল মঙ্গলবার ভোরে অপহৃত অপর ৯ জনের সন্ধানে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, সোমবার সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে গাছের চারা রোপন করতে গিয়ে বনকর্মি সহ ১৮ জন অপহৃত হন। এরপর অপহরণ চক্রের সদস্যরা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী পরিবারগুলোকে ফোন দিচ্ছিলো। মঙ্গলবার যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, অভিযানে অপহরণে জড়িত দুইজনকে আটকের পাশাপাশি চক্রটি শনাক্ত করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উদ্ধার হওয়াদের পাহাড় থেকে থানায় আনা হবে। এরপর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত পরিদর্শনে টেকনাফ যান। তিনি টেকনাফে অবস্থানকালীন সময়ে এই ১৮ জনকে অপহরণের ঘটনা সংঘটিত হয়।